Nabadhara
ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সখিপুর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে রেজাউল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রেজাউল ইসলাম নির্বাচিত হয়েছেন। বুধবার ২৩ জুলাই বিকালে বিএনপির নমিনেশন বোর্ড রেজাউলকে সভাপতি হিসেবে ঘোষনা করেন।

জানা গেছে, সম্প্রতি বিএনপির নেতৃবৃন্দ তৃনমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত করার জন্য ওয়ার্ড পর্যায় থেকে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত করার প্রক্রিয়া শুরু করেন। সেই হিসেবে নেতৃবৃন্দ ২৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষনা করে নির্বাচনী সিডিউল ঘোষনা করেন। ইতিমধ্যে সদস্য ফরম পূরন শেষ করে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনের জন্য ফরম বিক্রি করা হয়। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একাধিক মনোনয়ন ফরম বিক্রি করা হয়। তার আলোকে সখিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে সভাপতি পদের জন্য আলহাজ্ব বাবর আলী গাজীর ছেলে রেজাউল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আনসার আলী গাজীর ছেলে মুকুল হোসেন ওরফে বাবর আলী নমিনেশন ফরম ক্রয় করেন।

বুধবার বিকাল ৪টা পর্যন্ত নমিনেশন ফরম প্রত্যাহারের শেষদিনে মুকুল হোসেন তার নমিনেশন ফরম প্রত্যাহার করলে রেজাউল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২নং ওয়ার্ডের সভাপতি হিসেবে নির্বাচিত হন। রেজাউল ইসলাম সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে বিএনপির সকল নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।