নিজস্ব প্রতিবেদক, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রাকচাপায় মোস্তাফিজুর রহমান (৪৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের কালনা আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হেসলাগাতি এলাকার বাসিন্দা। তিনি লোহাগড়া উপজেলার কালনা ফেরিঘাট এলাকায় একটি এলপিজি গ্যাস স্টেশনে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান বুধবার সন্ধ্যায় ডিউটি শেষে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে আমতলা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি মহাসড়কে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বৃহস্পতিবার সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।