মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর উপজেলা ওয়ার্ড কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আসন্ন নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে দলটির একটি অংশ। রোববার (৩ আগস্ট) বিকেলে মহম্মদপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন সাবেক ও বর্তমান নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধা, সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো. মনিরুল ইসলাম মুকুল, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শরিফুজ্জামান টুকু ও মো. মহিদুল ইসলাম প্রমুখ।
মনিরুল ইসলাম মুকুল অভিযোগ করে বলেন, “বাড়ি বাড়ি অবৈধভাবে সদস্য ফরম পাঠানো, সদস্যদের কাগজপত্র ছিঁড়ে ফেলা, অভিযোগ থাকা ব্যক্তিদের সদস্য অন্তর্ভুক্তি, আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের নাম অন্তর্ভুক্তিসহ নানা অনিয়ম হয়েছে। দলীয় ত্যাগীদের বাদ দিয়ে বহিস্কৃতদের পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে।” এসব অনিয়মের কারণে তারা নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
অন্যদিকে উপজেলা বিএনপির পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পরিচালনা কমিটি এই অভিযোগ অস্বীকার করেছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমিনুর রহমান খান পিকুল জানান, “যথাযথ নিয়ম মেনে সার্চ কমিটির সদস্যদের উপস্থিতিতেই ভোটার তালিকা চূড়ান্ত, মনোনয়ন ফরম বিক্রি ও নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে সভাপতি পদে ১৫৩ জন, সাধারণ সম্পাদক পদে ১৯৪ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ১৩৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।”
কমিটির আরেক সদস্য ও মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন বলেন, “সকল নিয়ম-কানুন মেনেই স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন পরিচালিত হচ্ছে। আগামী ৮ আগস্ট উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।”
মহম্মদপুর উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও নির্বাচন ঘিরে বর্জনের ঘোষণা দলীয় রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি করেছে।