Nabadhara
ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় ভৈরব নদীতে গোসলে নেমে দু’ স্কুলছাত্রের ম/র্মান্তিক মৃ/ত্যু

মামুন মোল্লা, চুয়াডাঙ্গা প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মামুন মোল্লা, চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামে ভৈরব নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। নিহতরা একই বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

 

রোববার (৩ আগস্ট) দুপুরে বাঁকা ইউনিয়নের মুক্তারপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ভৈরব নদীতে এ ঘটনা ঘটে। নিহত শিশু দুটি হলো—মুক্তারপুর ঈদগাহ পাড়ার সজিব হোসেনের ছেলে রিমন হোসেন (৭) এবং জুয়েল মিয়ার ছেলে জুনায়েদ হোসেন (৭)। তারা কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।

 

নিহত রিমনের বাবা সজিব হোসেন জানান, স্কুল ছুটির পর রিমন, জুনায়েদ ও তাদের বন্ধু রাব্বি মিলে বাড়ির পাশের নদীতে গোসল করতে যায়। নদীতে পাটজাগ দেওয়া ছিল, আর সেই পাটের উপর উঠেই তারা খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ করে রিমন পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারে জুনায়েদ এগিয়ে গেলে সেও পানিতে তলিয়ে যায়। পাশে থাকা রাব্বি দ্রুত বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজন এসে তাদের নিথর দেহ উদ্ধার করে।

 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, “দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।