মোঃ আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া
জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে দ্বিতীয় দফায় বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সরাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে জমায়েত হন। সেখান থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর হয়ে শহীদ মিনার চত্বরে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আবদুল জব্বার, কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের ইতিহাস। এ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা পেয়েছিল। বিএনপির নেতৃত্বে ভবিষ্যতেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।”