মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—পাড়দিয়া গ্রামের মনির হোসেনের স্ত্রী রওশন আক্তার রুপা (৩০), একই গ্রামের সুব্রত বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (২০), মদনপুর গ্রামের মতিয়ার মোড়লের স্ত্রী নুরজাহান বেগম, ফেদাইপুর গ্রামের আকবর আলীর ছেলে আবু সাঈদ হোসেন রুবেল, দত্তকোনা গ্রামের নওশের আলী গাজীর ছেলে আইয়ুব হোসেন, বাসুদেবপুর গ্রামের মৃত চাঁন খাঁর ছেলে আবু কালাম (ঘটক) (৪২), এবং দত্তকোনা গ্রামের আবুল বাশার সরদারের ছেলে আব্দুস সালাম সরদার (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে নুরজাহান বেগম ও আইয়ুব হোসেন আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। রওশন আক্তার রুপা ও শুভ বিশ্বাস মাদক মামলায় গ্রেফতার হয়েছেন। বাকি আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এই অভিযানে নেতৃত্ব দেন এসআই অরুপ কুমার বসু, এসআই খান শাহাবুর রহমান এবং এএসআই মোঃ তারিকুল ইসলাম। তাদের সঙ্গে পুলিশের একটি দলও অভিযানে অংশ নেয়।