নোয়াখালী প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক চারবারের এমপি মো. শাহজাহান দলের ভেতরের বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (৯ আগস্ট) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কৃষকদলের আয়োজনে চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এমপি বা মন্ত্রী আমার কাছে বড় নয়, বড় হচ্ছে দেশের জনগণ। অতীতে যা হয়েছে তা ভুলে গিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র চলছে। এ সময় তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরে এক হয়ে এ ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান।
মো. শাহজাহান বলেন, “দলের সম্মান রক্ষায় বিশৃঙ্খল কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকতে হবে। যারা অত্যাচার করেছে তাদের শাস্তি হবে এবং যারা অধিকার হারিয়েছে তারা অধিকার ফিরে পাবে।”
অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলা কৃষকদলের সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির সদস্য আব্দুল মতিন, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিমুল্ল্যাহ বাহার হিরনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।