ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) তারুন্দিয়া বাজার জামে মসজিদ প্রাঙ্গণে ১৫২ ময়মনসিংহ-৮ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ইঞ্জিনিয়ার এম এ মজিদের উদ্যোগে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার এম এ মজিদ। এসময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা খলিলুর রহমান, ওলামা দল নেতা মাওলানা নাজমুল হাসান, যুবদল নেতা মামুনুর রশীদ ও সাবেক ছাত্র নেতা আব্দুল হাকিম প্রমুখ।
আলোচনা সভা শেষে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন তারুন্দিয়া বাজার জামে মসজিদের খতীব মাওলানা শিব্বির আহমেদ।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    