Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় কিস্তি নিয়ে ঝগড়া, এনজিও কর্মকর্তাদের ধা’ক্কায় ব্যবসায়ী অসুস্থ

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলায় ঋণের কিস্তি আদায়কে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) দুই কর্মকর্তার বিরুদ্ধে। এতে ওই ব্যবসায়ী মাটিতে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত ব্যবসায়ীর নাম হায়দার আলী। তিনি তেরখাদা উপজেলার হাতিশুড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্তরা আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের স্থানীয় শাখার ফিল্ড অফিসার বিলকিস বেগম ও শাখা ব্যবস্থাপক।

ভুক্তভোগীর স্ত্রী রুনা বেগম অভিযোগ করে বলেন, তিনি এনজিওটি থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে কিস্তির টাকা নিতে তাঁদের বাড়িতে আসেন এনজিও কর্মকর্তারা। সেসময় হাতে টাকা না থাকায় কিছু সময় চাইলে তাঁরা ক্ষিপ্ত হয়ে হায়দার আলীকে ফোনে ডেকে আনেন।

রুনা বেগমের ভাষ্য, হায়দার আলী বাড়িতে পৌঁছালে কথাকাটাকাটির একপর্যায়ে কর্মকর্তারা তাঁকে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে পড়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন,লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ অস্বীকার করে ফিল্ড অফিসার বিলকিস বেগম বলেন, হায়দার আলী নিয়মিত কিস্তি দেন না। টাকা চাইতে গেলে উল্টো উনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

শাখা ব্যবস্থাপক আখতারুজ্জামান জানান,আমরা হায়দার আলীর কাছে কিস্তি চাইতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাদের গালিগালাজ ও হুমকি দেন। এ বিষয়ে আমরাও থানায় একটি পাল্টা অভিযোগ করেছি।

ঘটনার সময় এলাকার কয়েকজন বাসিন্দা উপস্থিত ছিলেন। তাঁরা জানান, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কির মতো ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় এনজিওগুলোর কিস্তি আদায়ের পদ্ধতি এবং ঋণগ্রহীতাদের সঙ্গে তাদের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন, চাপ প্রয়োগ করে কিস্তি আদায় গ্রামীণ সমাজে অশান্তি তৈরি করছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।