Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আমার ট্রেনিংয়ের দরকার আছে : সারিকা সাবাহ

বিনোদন ডেস্ক
আগস্ট ২২, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

ছোট পর্দার এখনকার সময়ের জনপ্রিয় মুখ সারিকা সাবাহ। বিজ্ঞাপন থেকে শুরু করেছিলেন ক্যারিয়ার; এরপর বেশ কিছু নাটক-ওয়েব সিরিজে কাজ করে অল্প সময়েই দর্শকের নজর কেড়েছেন এই অভিনেত্রী। সে থেকে একের পর এক গল্পও নির্ভর নাটকে কাজ করতে শুরু করেন তিনি।

এদিকে সময়ের সঙ্গে সঙ্গে কাজের ব্যস্ততাও বাড়তে থাকে সারিকার। নির্মাতাদেরও পছন্দের মুখ ওঠেন এই অভিনেত্রী। কিন্তু মাঝে কিছুটা সময় অভিনয় থেকে বিরতি নেন অভিনেত্রী। জানান, নিজেকে ফিট রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন সারিকা। তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। সেখানে অভিনেত্রীকে নিজের আগামী কাজ নিয়ে নানা পরিকল্পনার কথা বলতে শোনা যায়।

সারিকা মনে করেন, ‘তার এখন ভালো গল্পে কাজ করা উচিৎ, তাই নিজেকে খানিকটা ঝালিয়েও নিতে চান অভিনেত্রী; বিশেষ করে চলচ্চিত্রে কাজের জন্য নিজেকে উপযোগী করাটা জরুরি বলেও মনে করেন।’

সারিকা বলেন, ‘আমি ভালো গল্পে কাজ করতে চাই। আমি এতদিন আমার অভিনয় দক্ষতা যেমন দেখাতে পারিনি, চর্চা হয়নি, সেটা নিয়ে কাজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমার ট্রেনিং এরও দরকার আছে।’

চলচ্চিত্রে কাজের উদাহরণ টেনে অভিনেত্রী বলেন, ‘আমি যদি এখন কোনো চলচ্চিত্রে কোনো চরিত্র পাই, ওইটা নিয়ে একটু ট্রেনিং নিতে চাই। ওইভাবেই একটু সময় নিয়েই কাজটা করতে চাই।’

অভিনেত্রী এও জানান, আগে যেমন কল পেলেই কাজ শুরু করে দিতেন, কিন্তু তা করবেন না। সময় নিয়ে বসে, ভেবে এরপর চিন্তা করবেন সারিকা।

এদিকে গত ১৫ মে ওটিটিতে মুক্তি পেয়েছে সৈয়দ আহমেদ শাওকীর ওয়েব সিরিজ ‘গুলমোহর’। বিগ বাজেটের ফ্যামিলি ড্রামা-মিস্ট্রি ভিত্তিক এই সিরিজটিতে অভিনয় করেছেন সারিকা সাবাহ; সেখানে তাকে দেখা গেছে অন্য রূপে; যা মন কেড়েছে দর্শকের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।