শফিকুল ইসলাম সাফা চিতলমারী:
চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ভ্যাকসিন নিতে আসা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। দির্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন অসংখ্য নারী পুরুষ। নারী ও বয়স্করা পড়েছেন কঠিন বিড়ন্বনায়। ভ্যাকসিন নিতে আসা মানুষের ভিড় সামলাতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৪জুলাই) ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ চিত্র দেখা যায়।টিকা নিতে আসা ব্যাক্তিরা জানান, সকাল থেকে রেজিস্টেশনের কাগজ জমা দিয়ে প্রচন্ড রোদের ভিতর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও টিকা নেয়া সম্ভব হচ্ছেনা।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: মামুন হাসান নবধারা কে বলেন, প্রতিদিন আমাদের ৪০০ থেকে ৫০০ ডোজ টিকা দেয়ার সক্ষমতা আছে। আমরা মানুষকে ম্যাজেস দিয়েছি। ম্যাসেজ না পেয়েও অনেক মানুষ টিকা নিতে এসেছেন।তাই ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।