মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাট থানার বিদায়ী অফিসার ইনচার্জ কাজি গোলাম কবির ও নবাগত অফিসার ইনচার্জ সোমেন দাশকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। থানা পুলিশের আয়োজনে বুধবার সকাল ১১টায় থানা অফিসার ইনচার্জের কার্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে ফুলেল শুভেচ্ছায় এ বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়।
বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, অধ্যক্ষ এল জাকির হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জগন্নাথ চন্দ্র। এছাড়া প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিমসহ থানা পুলিশের সকল কর্মকর্তা প্রমূখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।