Nabadhara
ঢাকাবুধবার , ১৪ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রামপালে সাংসদ শেখ তন্ময়ের খাদ্য সহয়তা পেল ১৫০০ পরিবার

MEHADI HASAN
জুলাই ১৪, ২০২১ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ

করোনায় ক্ষতিগ্রস্ত  পরিবারের মাঝে বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের নিজস্ব তহবিল থেকে খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে। উপজেলার ১০ টি ইউনিয়নের ১৫ শত পরিবারের মাঝে এ খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে। এ ছাড়াও করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে গিয়ে অক্সিজেন সেবা প্রদান, মাস্ক বিতরণ ও করোনা রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এ্যাম্বুলেন্স সেবা প্রদান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বেসরকারিভাবে নির্বাচিত বাঁশতলী ইউপি চেয়ারম্যান ও সাবেক ভিপি মোস্তাফিজুর রহমান সোহেল নবধারা কে জানান, আমরা আমাদের সেবা কর্মসূচি প্রদান অব্যাহত রেখেছি।

সাংসদ তন্ময়ের প্রতিনিধি ও রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. আবু সাইদ বলেন, বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা প্রদান, ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সহয়তা প্রদানে আমরা সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের কর্মীদের সাথে নিয়ে কাজ করছি। এ জন্য তিনি অক্সিজেন ব্যাংক চালু করেছেন। তন্ময় ভাইয়ের নির্দেশনায় উপজেলার কোন মানুষ যাতে অনাহারে না থাকে সে জন্য আমরা সার্বক্ষণিক কার্যক্রম চালাচ্ছি। করোনার প্রকোপ না কমা পর্যন্ত আমাদের মিশন অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।