টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মধুমতি নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় নিশ্চিত হয়েছে। নিহত ব্যক্তি হলেন ৬৫ বছর বয়সী মহানন্দ সরকার, পিতা মৃত নটোবর সরকার, সদর উপজেলার বৌলতলী গ্রামের বাসিন্দা।
২৪ আগস্ট সন্ধ্যায় টুঙ্গিপাড়ার পাটগাতী লঞ্চঘাট এলাকায় ভেসে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। মরদেহের সঙ্গে পাওয়া চারটি চাবির মধ্যে দুটি চাবি ব্যবহার করে পরিবারের আনা তালা খোলার পর মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়।
মৃত মহানন্দ সরকারের ছেলে বাবুল সরকার জানান, ২১ আগস্ট থেকে তার বাবা নিখোঁজ ছিলেন। টুঙ্গিপাড়া থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় জিডি (নং-৮৬০) করা হয়েছে।
স্থানীয়রা জানান, মরদেহের পরিচয় পাওয়ার খবর এলাকার মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিবারের সদস্যরা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ শনাক্ত করতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

