Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

“করোনায় অসহায় এবং নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ান”- ওসি এএফএম নাসিম

Bayzid Saad
জুলাই ১৬, ২০২১ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

বাইজীদ সা’দ, ডেস্কঃ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‌করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মসজিদে মসজিদে গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম।

তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার পাটগাতী পূর্ব পাড়া জামে মসজিদে খুৎবার পূর্বে তিনি বলেন, করোনা মোকাবেলায় মাস্ক পড়া ছাড়া কোন বিকল্প রাস্তা নেই। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পড়তে হবে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। কোন মানুষ একা বসবাস করতে পারে না। মানুষের বিপদে মানুষ এগিয়ে আসবে। তাই আপনার আশেপাশের অসহায় এবং নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ান। তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

তিনি আরো বলেন, টুঙ্গিপাড়ায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না। হ্যান্ডশেক করা ও কাছাকাছি আসা এড়িয়ে চলুন। ঘন ঘন হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন ও সামাজিক দূরত্ব মেনে ভিড় এড়িয়ে চলুন। তাহলেই করোনার সংক্রমণ থেকে রক্ষা পাবেন।

এছাড়া করোনার লক্ষণ দেখা দিলেই নমুনা পরীক্ষা এবং পুষ্টিকর খাবার খাওয়ার আহ্বান জানান ওসি।

কোরবানি ঈদকে সামনে রেখে গরুর হাটে ভীড় না করা এবং ঈদের নামাজ শেষে কোলাকুলি করতে বিরত থাকতে বলেছেন তিনি।

এ বিষয়ে অফিসার ইনচার্জ এএফএম নাসিম নবধারা কে বলেন, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে ও মানুষকে ঘরে রাখতে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের দিক নির্দেশনায় ও গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার তত্ত্বাবধানে দিনরাত কাজ করছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। সেই ধারাবাহিকতায় প্রতি শুক্রবার উপজেলার বিভিন্ন মসজিদে গিয়ে করোনা সচেতনতা ও বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে মানুষকে বোঝানো হচ্ছে।

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।