Nabadhara
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে আ.লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি আটক

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি


যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম (৪০) হত্যা মামলার প্রধান আসামি সবুজ হোসেন (২৬) কে আটক করেছে পুলিশ। সোমবার রাতে যশোর শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত ছুরিটি উদ্ধার করেছে পুলিশ।

আটক সবুজ হোসেন মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর-ইছালী গ্রামের গনি মোসলেম উদ্দীনের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর কামাল হোসেন জানান, আশরাফুল ইসলাম হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি সবুজকে যশোর শহরের একটি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পরে সবুজের স্বীকারোক্তিতে রাজগঞ্জ-পুলেরহাট সড়কের বাদশার চায়ের দোকানের পাশের খেজুর গাছের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, “মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, গত শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের মেইন সড়কের হবির চিড়ার মিলের সামনে আতাউরের চায়ের দোকানের সামনে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয় আশরাফুল ইসলামকে। নিহত আশরাফুল চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত আজাহার উদ্দীন মাস্টারের ছেলে এবং মোবারকপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।