দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আড়িয়া ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ফিরোজ আল মামুন নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া কলেজ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ আল মামুন স্থানীয়দের সঙ্গে কলেজ চত্বরে কথা বলছিলেন। এসময় কালিদাসপুর ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জানান, থানার ওসির সঙ্গে দেখা করতে হবে। পরে দৌলতপুর থানার একটি পিকআপ ভ্যান এসে তাকে থানায় নিয়ে যায়।
দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, ফিরোজ আল মামুনের বিরুদ্ধে নাশকতা ও ফিলিপনগর এলাকায় আসামি ছিনতাইয়ের মামলা রয়েছে। তিনি বর্তমানে থানা হেফাজতে আছেন এবং শুক্রবার (৫ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হবে।
এদিকে হঠাৎ গ্রেপ্তারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, জনপ্রিয় নেতা ফিরোজ আল মামুনকে বিনা দোষে গ্রেপ্তার করা হয়েছে। তার মুক্তির দাবিও জানিয়েছে তারা।