Nabadhara
ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাঠমান্ডু বিমানবন্দর সচল, জামালরা ফিরবেন কখন?

ডেস্ক নিউজ
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

ছাত্র-জনতার আন্দোলনের ফলে নেপালে সরকার পতন হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে কাঠমান্ডুতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল গতকাল থেকে বন্ধ ছিল। আজ বিকেল থেকে কাঠমান্ডুতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে। এতে বাংলাদেশ ফুটবল দল দ্রুত দেশে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

আজ বিকেল থেকে কাঠমান্ডু এয়ারপোর্ট সচল হওয়ায় জামালদের আজ দেশে ফেরানোর একটা আশা তৈরি হয়েছিল। নানা আনুষ্ঠানিকতা ও প্রস্তুতির জন্য আজও নেপালেই থাকতে হচ্ছে ফুটবল দলকে। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘আগামীকালের মধ্যেই আমরা ফুটবল দলকে দেশে আনতে চাই। সেটা বাংলাদেশ বিমানের ফ্লাইট হোক কিংবা রাষ্ট্রীয় কোনো বিশেষ ফ্লাইট। আমাদের সভাপতি দু’টি মাধ্যমেই কাজ করছেন। আশা করছি আগামীকাল আমাদের ফুটবলাররা নিরাপদেই দেশে ফিরতে পারবেন।’

বাংলাদেশ ফুটবল দল দল কাঠমান্ডুতে হোটেলে নিরাপদেই রয়েছে। আজ জিম-সুইমিং করেছেন ফুটবলাররা। বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও হোটেল বন্দী। বাফুফে দলের সঙ্গে সাংবাদিকদেরও একই ফ্লাইটে আনার চেষ্টা করছে।

ঢাকা কাঠমান্ডু ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ বিমান। বাংলাদেশ বিমান আজ বুধবার কাঠমান্ডুর সকল ফ্লাইট স্থগিত করেছে। কাঠমান্ডু এয়ারপোর্ট সচল হওয়ায় আগামীকাল বিমানের ফ্লাইটের প্রত্যাশা করছে অপেক্ষামান যাত্রীরা।

বাংলাদেশ ফুটবল দল গতকাল বিকেলের ফ্লাইটে ৩৩ টিকিট রিশিডিউল করেছিল। কারণ ৯ সেপ্টেম্বর ম্যাচ বাতিল হওয়ায় বাফুফে ১০ তারিখের রিটার্ন টিকিট এক দিন এগিয়ে এনেছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।