Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় খেলার মাঠে বালু ভরাট, কাজ ব’ন্ধের প্র’তিবাদে মা’নববন্ধন

স্টাফ রিপোর্টার নড়াইল
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

নড়াইলের লোহাগড়ার প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের খেলার মাঠে লোহাগড়া পৌরসভা কর্তৃক বালু ভরাটের কাজ বন্ধের প্রতিবাদে ও উক্ত কাজ চালুর দাবীতে এলাকাবাসীর ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত মানববন্ধনে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী,লোহাগড়া-লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, ৩৮ নং এল, এল গালস্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং দি লিটিল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন,লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামান, লোহাগড়া-লক্ষীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মুসা মোল্যা, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুনসহ প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন,‘প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই মাঠে খেলাধুলা করে আসছেন স্থানীয়রাসহ অত্র ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মাঠে খেলাধুলা করে বাংলাদেশ জাতীয় ভলিবল দলের ক্যাপ্টেন হরষিত বিশ্বাস নেতৃত্ব দিয়ে আসছেন। এই মাঠেই প্রতিদিন ক্রিকেট,ফুটবল,ভলিবল নিয়মিত প্রাকটিস করে আসছেন স্থানীয়সহ অত্র ৪ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা, এছাড়াও অত্র ৪টি বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে এই মাঠে। তাই অবিলম্বে এ খেলার মাঠে বন্ধ হওয়া বালু ভরাটের কাজ পুনরায় চালু করতে হবে,অন্যথায় পৌরসভা ঘেরাও করাসহ বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ ব্যাপারে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সভাপতি মোঃ আবু রিয়াদ বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।