Nabadhara
ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফজলুর রহমানকে গালি দেওয়ার স্লোগান দেওয়া ফারজানা তমা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার

নবধারা ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক

উত্তরা এলাকায় বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে উত্তেজনাকর স্লোগান দিয়ে সবশেষ আলোচনায় আসা ফারজানা তমা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হয়েছেন।

 

পুলিশ জানায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফারজানার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করা হয়।

 

এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী রিয়াজ উদ্দিন আহমেদ বাদী হয়ে অভিযোগ করেন, গত ১১ সেপ্টেম্বর রাত ১টা ১০ মিনিটে ফারজানা তমা ও আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে। তারা পূর্বের একটি মামলায় আপস করানোর নাম করে ভুক্তভোগীর ভগ্নিপতিকে মুক্ত করার শর্তে ১০ লাখ টাকা দাবি করেন।

 

ভুক্তভোগী পরিবার ৫ লাখ ৫০ হাজার টাকা প্রদান করে, কিন্তু অবশিষ্ট ৪ লাখ ৫০ হাজার টাকা না দিলে বড় ক্ষতির হুমকি দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, তারা ভুক্তভোগী পরিবারকে নানারকম হুমকি দিয়ে চলে যান।

 

পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রথমে সমন্বয়ক নোমান রেজাকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সমন্বয়ক তানজিল ও ফারজানা তমাকেও উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

উত্তরা পশ্চিম থানার কর্মকর্তা জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফারজানা তমাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হয়েছে।

 

উল্লেখ্য, ফারজানা তমা আগে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসা ঘেরাও ও তাকে নিয়ে স্লোগান দেওয়ার ঘটনায় আলোচিত হয়ে উঠেছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।