Nabadhara
ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কাজী ফাইম, টুঙ্গিপাড়া সরকারি কলেজ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

কাজী ফাইম, টুঙ্গিপাড়া সরকারি কলেজ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) কলেজ অডিটরিয়ামে এ আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাঈদ মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশ ও জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হয়ে সুশিক্ষা ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। আমি বিশ্বাস করি এ কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

 

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদ মিয়া। এছাড়া বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কুতুব উদ্দিন খান ও যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আলম।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তহমিনা আকতার রোজী, কৃষি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার বিশ্বাস, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক হিরুপা আক্তারসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

ওরিয়েন্টেশনে নতুন শিক্ষার্থীরা কলেজের পাঠদান, নিয়মশৃঙ্খলা ও শিক্ষাবান্ধব পরিবেশ সম্পর্কে ধারণা লাভ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।