দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে নির্বাচনী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের মনোনিত এমপি প্রার্থী অধ্যক্ষ মো. বেলাল উদ্দিন। আজ সোমবার বিকেলে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের তেলিগাংদিয়া বাজারে তিনি গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো. আরজ উল্লাহ, ইউপি চেয়ারম্যান প্রার্থী হাসান মাস্টার, জামায়াত নেতা এনামুল মাস্টারসহ স্থানীয় নেতা-কর্মীরা।
গণসংযোহকালে অধ্যক্ষ বেলাল উদ্দিন বলেন, ইসলাম ছাড়া সাধারণ মানুষের মুক্তি সম্ভব নয়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।
তিনি আরোও বলেন, ইসলামই একমাত্র পথ, যা সাধারণ মানুষের প্রকৃত মুক্তি ও ন্যায়ের নিশ্চয়তা দিতে সক্ষম। সমাজে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই। তাই আসন্ন নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে ইসলামী মূল্যবোধ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনে অংশ নেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।