রাশেদ হাসান,কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ কাশিয়ানীর প্রবীণ সাংবাদিক মোল্লা জামান বাচ্চুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া, মিলাদ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের আয়োজনে উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবনে সংগঠনটির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল, বিশেষ মেহমান উপজেলা সমাজসেবা অফিসার শেখ বজলুর রশিদ,মুক্তিযদ্ধা কমান্ডার আফজাল হোসেন,
কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, গোপালগঞ্জ প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি মিলটন খান, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শহিদুল আলম মুন্না, কাশিয়ানী প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি আজীবন সদস্য রেজাউল মোল্লা।
প্রবীন সাংবাদিক ও দৈনিক ঐশীবাণী পত্রিকার ফরিদপুর ও খুলনা অঞ্চলের ব্যুরচীপ মোল্লা জামান বাচ্চুর স্মৃতি চারন ও দোয়া মাহফিল অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সিনিয়র সহ-সভাপতি চ্যানেলে এস প্রতিনিধি রাহান মুন্সী জসিম, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামে সভাপতি দৈনিক গনমুক্তি প্রতিনিধি বায়তুল হাসান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনন্দ টেলিভিশনের প্রতিনিধি ইবাদুল রানার সঞ্চালনায় এ সময় কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক নতুন দিন প্রতিনিধি পান্নু শিকদার, রিপোর্টার্স ফোরামের সহ-সভাপতি দৈনিক বাংলাদেশ ডায়রি প্রতিনিধি ফারুক আহমেদ বাবু, সাংগঠনিক সম্পাদক দৈনিক অভয়নগর প্রতিনিধি তৌহিদুর রহমান, কোষাধক্ষ্য বঙ্গ টিভি প্রতিনিধি ফাহিম হাসান ঊষা, সাহিত্য বিষয়ক সম্পাদক দৈনিক রানার প্রতিনিধি মেহেদী হাসান ছোটন,সহ প্রচার সম্পাদক দেনিক নবধারা প্রতিনিধি রাশেদ হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক এশিয়া প্রতিনিধি সাইফুল হাসান, কার্যকরী সদস্য তারেক মাসুদ খসরু, সদস্য হাদিসুর রহমান সহ কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক বাংলাবাজার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি নেওয়াজ আহমেদ পরশ, প্রয়াত সাংবাদিক মোল্লা জামান বাচ্চুর বড় সন্তান কাশিয়ানী প্রেসক্লাবের সদস্য জুয়েল হাসান সহ প্রমুখ।
প্রয়াত সাংবাদিক মোল্লা জামান বাচ্চুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সহ-সভাপতি ও মাজরা এম ইউ সিনিয়র ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ দৈনিক জনবানী পত্রিকার প্রতিনিধি মাওলানা আব্দুল কাইয়ুম খান।