Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় গভীর নলকূপ নিয়ে ষ/ড়যন্ত্র, কৃষকদের মা’নববন্ধন

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে গভীর নলকূপ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাধারণ কৃষকরা। বৃহস্পতিবার দুপুরে ভালাইন গ্রামের সাধারণ কৃষকদের আয়োজনে ভালাইন আলতাফুন্নেসা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএমডিএর আওতাধীন উপজেলার উত্তরগ্রাম ইউপির ভালাইন মৌজায় অবস্থিত একটি গভীর নলকূপ নিয়ে ইউপি সদস্য শামীম ও গভীর নলকূপের অপারেটর সাবেক ইউপি সদস্য শহিদুলের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ফসল উৎপাদনের আশংকা দেখা দিলে এবং আমন ধানে সেচ প্রদান জরুরী হয়ে পড়ায় সেচকার্য চালু রাখার জন্য উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যানকে লিখিতভাবে দায়িত্ব দেন বিএমডিএ কর্তৃপক্ষ। এ দায়িত্ব পাওয়ার পর ইউপি চেয়ারম্যান মো. আবু হাছান ওই নলকূপের আওতাভুক্ত কৃষকদের নিয়ে একটি কমিটির মাধ্যমে নলকূপটি চালু করে সেচ কার্যক্রম অব্যাহত রাখেন।

এতে ক্ষিপ্ত হয়ে ভালাইন গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ইউপি সদস্য শামীম হোসেন চেয়ারম্যান আবু হাছানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হন। তিনি ওই চেয়ারম্যানকে জড়িয়ে মানহানিকর বিভিন্ন মন্তব্য করে বিভিন্ন পত্রপত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করায়। আমরা রক্তক্ষয়ী সংঘর্ষ এড়িয়ে চেয়ারম্যানের মাধ্যমে গঠিত কমিটির মাধ্যমে নলকূপটি পরিচালনার দাবী জানাই।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আবু হাছান, ভালাইন গ্রামের কৃষক মো. রেজাউল ইসলাম, মো. এনামুল হক, মো. আফজাল হোসেন, মো. সোহেল রানা, মো. ফারুক হোসেন, মো. আনোয়ার হোসেন প্রমূখ। পরে প্রকৃত ঘটনা তুলে ধরে উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আবু হাছান সাংবাদিক সম্মেলন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।