Nabadhara
ঢাকাবুধবার , ২৮ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

Bayzid Saad
জুলাই ২৮, ২০২১ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইলঃ
কোভিড-১৯ সংক্রামণ প্রতিরোধে এফ বি সি সি আই এর পক্ষ থেকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার নড়াইল সদর হাসপাতালের সম্মেলন কক্ষে নড়াইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে এফ বি সি সি আই এর পক্ষ থেকে ১০ টি অক্সিজেন সিলিন্ডার, ২টা হাই-ফ্লো নজেল ক্যানোলা, ২টা অক্সিজেন কনসেনটেটরসহ চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তুলে দেয়া হয়।

এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সদর হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ আসাদুজ্জামান মুন্সী কাছে এ সব সামগ্রী হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার।

নড়াইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসানুজ্জামানের সভাপতিত্বে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বাবু, নড়াইল চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক ও জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক কাজী ইসলাম হোসেন লিটন, নড়াইল চেম্বারের সহ-সভাপতি হাফিজুর রহমান ,সদর হাসপাতালের এনেসথেসিয়ার ডাক্তার শাহিনুর রহমান, ডাঃ মৃধা শাহিনুর জামান, পৌর কাউন্সিলর রেজাইল বিশ্বাস, শরফুল আলম লিটু, চেম্বারের সদস্য জাহাঙ্গির সিকদার হাবিবুল­াহ বাহার, অলোক কুমার কুন্ডু, সদর হাসপাতালের কর্মকর্তা, ডাক্তার, সাংবাদিক, নড়াইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তা, সদস্য ও স্থানীয় ব্যাবসায়ীরা এ সময় উপস্থিত ছিলে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।