Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে গরুর মাংস বিক্রিতে ক/ঠোর নির্দেশ, প্রত্যয়নপত্র বাধ্যতামূলক

কালকিনি-ডাসার (মাদারীপুর)প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি-ডাসার (মাদারীপুর)প্রতিনিধি

বৃহস্পতিবার মাদারীপুরের কালকিনি পৌরসভায় গরুর মাংস বিক্রির ক্ষেত্রে নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে পৌর প্রশাসন। এখন থেকে গরু জবাই করার পূর্বে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও পৌরসভার কর্মকর্তাদের উপস্থিতিতে প্রত্যয়নপত্র গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

পৌর প্রশাসক ও কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন এই নির্দেশনা জারি করেন। তিনি বলেন, “গরুর মাংসের গুণগত মান নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে যে কোনো সময় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, জনস্বাস্থ্য রক্ষায় গরু জবাইয়ের আগে পশুটি সুস্থ ও উপযুক্ত কিনা তা যাচাই করাই এই নিয়মের মূল লক্ষ্য। এতে করে অসুস্থ বা রোগাক্রান্ত গরুর মাংস বাজারে বিক্রি হওয়ার সুযোগ থাকবে না।

পৌর এলাকার কসাই ও মাংস বিক্রেতাদের ইতোমধ্যেই এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত তদারকি চালাবে পৌরসভা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।