দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে ঔষধ ভেবে টয়লেট ক্লিনার (হারপিক) পান করে মোতাহারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোতাহারা বেগম উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা, তিনি মৃত জিন্নাত আলীর স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর বিকেলে অসুস্থ মোতাহারা বেগম অসাবধানতাবশত টয়লেট পরিষ্কারের জন্য ব্যবহৃত হারপিক ঔষধ মনে করে পান করেন। তিনি চোখে ভালো দেখতে পেতেন না এবং দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। বিষাক্ত তরল পানের কিছুক্ষণের মধ্যেই তিনি যন্ত্রণায় ছটফট করতে থাকেন।
পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তিনি মারা যান।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,“এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”