Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শ্রদ্ধা ও ভালোবাসায় অমর নায়ক সালমান শাহকে স্মরণ

যশোর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহের ৫৫তম জন্মদিন উপলক্ষে যশোরে নানা আয়োজনে তাকে স্মরণ করেছে ভক্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি।

প্রতি বছরের মতো এবারও কাঠেরপুল যুব সংঘ-এর আয়োজনে শহরের গাড়িখানা এলাকায় অনুষ্ঠিত হয় স্মৃতিচারণমূলক আলোচনা সভা, কেক কাটা ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। অনুষ্ঠানে যশোরের বিভিন্ন এলাকা থেকে আসা অসংখ্য সালমানভক্ত অংশ নেন।

আলোচনায় বক্তারা সালমান শাহকে “অকাল প্রয়াত নায়ক” আখ্যা দিয়ে বলেন, সালমান শাহ আত্মহত্যা করেননি, বরং তাকে হত্যা করা হয়েছে। কিন্তু এখনো সুষ্ঠু তদন্তের মুখ দেখেনি এই রহস্যজনক মৃত্যু। তারা ড. মো. ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সালমান শাহ হত্যার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার দাবি করেন।

কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভুইয়া বলেন, “সালমান শাহ কোটি ভক্তের হৃদয়ে আজো জীবন্ত। মৃত্যুর ২৪ বছর পেরিয়ে গেলেও আমরা তাকে ভুলিনি, ভুলবো না।” তিনি জানান, প্রতিবছরের মতো এবারও দোয়া, স্মরণ সভা এবং প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালমান ভক্ত রিকি খান, সাকিব, রেহান, সেতু, রিংকু, ওয়াসিম, আকাশ হোসেন, হান্নান হোসেন, ফারুক হোসেন, হাবীব, নান্টু, সাফিন মুবিন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।