Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মাদারগঞ্জ মডেল থানার উদ্যোগে থানার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাদির শাহ, নবনিযুক্ত মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞা, দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্য মামুন, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, জামায়াতে ইসলামীর আমির মো. রহুল আমিন, জাতীয় নাগরিক পার্টির মো. আ. মালেক, গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হামিদুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা তরিকুল ইসলাম, মাদারগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি রাখাল চন্দ্র, আনন্দ চন্দ্র চৌধুরী প্রমুখ।

 

পূজা উদযাপন কমিটির সভাপতি রাখাল চন্দ্র জানান, এ বছর মাদারগঞ্জ পৌর এলাকা ও উপজেলায় মোট ২৭টি পূজা মণ্ডপ নির্মাণ করা হয়েছে। ইউএনও নাদির শাহ বলেন, “পূজাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।”

 

এএসপি মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, “পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি সেনা সদস্য, আনসার, গ্রাম পুলিশ এবং সর্বস্তরের নেতাকর্মীরা সহযোগিতা করবেন।”

 

ওসি সাইফুল্লাহ সাইফ আশাবাদ ব্যক্ত করে বলেন, “শারদীয় দুর্গাপূজা শতভাগ শান্তিপূর্ণভাবে শেষ করা হবে। কোনো জরুরি প্রয়োজনে ৯৯৯ এ যোগাযোগ করার পাশাপাশি মাদারগঞ্জ থানা ও শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ ফাঁড়িতে খবর দিতে অনুরোধ করা হচ্ছে।”

 

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও তাদের পক্ষ থেকে পৃথকভাবে নিরাপত্তা সহযোগিতার আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।