Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদীতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর উদ্যোগে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মূল দাবিগুলো ছিল: জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে নির্বাচন, ফ্যাসিবাদ ও দলীয় স্বৈরাচার দমন, লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক বিষয়।

 

বিকাল ৫টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলামহল জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে কটিয়াদী বাসস্ট্যান্ডের কৃষ্ণচূড়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে সমাপ্ত হয়।

 

উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার সভার সভাপতিত্ব করেন। সেক্রেটারি জেনারেল মাহমুদুল হাসান সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক রমজান আলী। এছাড়া জেলা ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি শহিদুল ইসলাম দুলাল, সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির ও উপজেলা শিবির সভাপতি মোহাম্মদ সিয়ামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে, ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে হবে এবং নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। সমাবেশে বিভিন্ন স্লোগানও উচ্চারিত হয়, যার মধ্যে ছিল: “ইনসাফের মার্কা দাড়িপাল্লা, পিআর ছাড়া নির্বাচন হবে না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামী না আজাদী, আজাদী আজাদী।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।