Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবীতে রাজশাহীতে জামায়াত ইসলামীর বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি 
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে রাজশাহীর পবা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নওহাটা কলেজ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। বক্তৃতায় বলেন,দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে আগামী নির্বাচনের প্রস্তুতি স্বচ্ছ ও গ্রহণযোগ্য হতে হবে। জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায়, তাই সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এ ছাড়া স্বৈরাচারী জুলুম ও দুর্নীতির বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

পবা উপজেলার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাফেজ নূরুজ্জামানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ। বলেন,বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন ছাড়া বিকল্প নেই। পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন দেশে গ্রহণযোগ্য হবে না। পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি, যা জনগণ আর মেনে নেবে না। নওহাটা পৌরসভার আমির মাওলানা সুজা উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল।

সমাবেশে বক্তব্য রাখেন- পবা থানার আমীর আজম আলী, মহানগরের নায়েবে আমির আবু মোঃ সেলিম, কাটাখালী থানার ভারপ্রাপ্ত আমীর মকবুল হোসেন, কর্ণহার থানার আমীর অধ্যাপক আবুল হোসেন, মহানগরের যুব বিভাগের সভাপতি সালাউদ্দিন, নওহাটা পৌরসভার সহ- সাধারণ সম্পাদক মশিউর রহমান, হুজুরিপাড়া ইউনিয়নের আমীর রাশেল রহমান লিটন, দর্শনপাড়া ইউনিয়ন জামায়াতের নেতা হাফেজ মামুন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি হাফেজ খাইরুল ইসলাম ও পবা থানা ছাত্রশিবিরের সভাপতি সাদিকুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।