রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে খুলনার তেরখাদা উপজেলার মাটিয়ারকুলে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় মিলিত হন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এবং খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল।
শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই আলোচনায় তিনি পূজা নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে পালনের আশ্বাস দিয়ে বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এদেশের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ, যা বাঙালির হৃদয়ের গভীরে প্রোথিত।”
হেলাল তাঁর বক্তব্যে প্রতিশ্রুতি দেন, পূজার সময়ে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা যেন সম্পূর্ণ নির্ভয়ে, আনন্দে ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালন করতে পারেন, সে বিষয়ে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পূজার পুরো সময় হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে সহযোগিতার নির্দেশ দেন।
সভায় সভাপতিত্ব করেন সৌমেন বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা আবুল হোসেন বাবু।
আজিজুল বারী হেলাল আরও বলেন, “বাংলাদেশের প্রতিটি ধর্মীয় উৎসব আমাদের জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সহনশীলতার প্রতীক। আমরা চাই, এই উৎসব হোক আনন্দ, ভ্রাতৃত্ব ও শান্তির অনন্য বার্তাবাহক।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সালাম মল্লিক, তেরখাদা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপি নেতা শরীফ নাঈমুল হক, খান গিয়াস উদ্দীন, আব্দুল হক শিকদার, জিয়ার খান, রাজু চৌধুরী, সাবু মোল্যা, মহিদুল ইসলাম প্রমুখ। অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের পক্ষে উপস্থিত ছিলেন তরুণ মাস্টার, কৃষ্ণধর বিশ্বাস, প্রভাত কুমার বিশ্বাস, ধ্রুব বিশ্বাস, মনোজ বালা ও প্রহ্লাদ বিশ্বাসসহ আরও অনেকে। মতবিনিময় সভা জুড়ে এক অভিন্ন বার্তা প্রতিধ্বনিত হয়—সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে সবাইকে একত্রে কাজ করতে হবে। পূজাকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই অঙ্গীকার ব্যক্ত করা হয়।