ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. সাইফুল ইসলাম (রিকেট) জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেছেন।
শুক্রবার বিকেলে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজারে তিনি স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর হাতে লিফলেট তুলে দেন। লিফলেট বিতরণ শেষে মোকারিমপুরের মুকুল ক্লাব প্রাঙ্গণে এক পথসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. সাইফুল ইসলাম। এসময় তিনি বিএনপির ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে জনগণের সমর্থন কামনা করেন।
পথসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপি নেতা অ্যাডভোকেট বুলবুল আবু সাঈদ শামীম, মনজুর আলম দুলাল, আব্দুল কাদের, অ্যাডভোকেট রোকোনুজ্জামান সাজু প্রমুখ। সভায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।