দিনাজপুর প্রতিনিধি
ঐতিহাসিক রামসাগরে রাতের আঁধারে অবৈধভাবে মাছ ধরার জন্য পাতা হয়েছিল বিশাল জাল। জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব জালসহ ধরা পড়ে মাছও জব্দ করা হয়। পরে অভিযানে উদ্ধার করা জাল ধ্বংস করে ফেলা হয়।
এ সময় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, চোরা মাল চৌদ্দ আনা, হয় না তা ষোল আনা। চুরি আর ঘুষ দুই ভাই, এসব টাকায় বরকত নাই। চুরি আর ঘুষের ভয়াল গ্রাস, মোর সন্তানের সর্বনাশ। চুরি আর ঘুষে অন্তর ফাঁকা, চলো থামাই অন্যায়ের চাকা।
তিনি আরও জানান, রামসাগরের সম্পদ ও পরিবেশ রক্ষায় জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাছ ধরার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুরে অবস্থিত ঐতিহাসিক রামসাগর দেশের অন্যতম বৃহৎ কৃত্রিম দিঘি। প্রায় ১,০৭৯ ফুট লম্বা ও ৩৬০ ফুট প্রশস্ত এই দিঘি রাজা রামনাথের উদ্যোগে আঠারো শতকে খনন করা হয়েছিল। প্রায় ২০ একরেরও বেশি জলাশয়জুড়ে বিস্তৃত রামসাগর এখন পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান।
স্থানীয়রা জানান, প্রায়ই অসাধু চক্র রাতের আঁধারে জাল পেতে মাছ ধরার চেষ্টা চালায়। জেলা প্রশাসনের এ ধরনের অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।