নবধারা ডেস্ক
পবিত্র কোরআন ও হাদিসে অহংকারকে মারাত্মক পাপ হিসেবে উল্লেখ করা হয়েছে। যা শুধু আখেরাতে নয়, দুনিয়াতেও মানুষের পতনের কারণ।
কোরআনে বলা হয়েছে, সূরা লুকমান (১৮)-এ মানুষকে সতর্ক করা হয়েছে: “মানুষের দিক থেকে মুখ ঘুরিয়ে কথা বলো না এবং পৃথিবীতে গর্বের সঙ্গে চলবে না। নিশ্চয়ই আল্লাহ কোনো বড়াইকারী ও অহংকারীকে পছন্দ করেন না।”
সূরা ইসরা (৩৭)-এ উল্লেখ আছে: “মাটির বুকে গর্বের সাথে চলবে না। নিশ্চয়ই তুমি কখনো পায়েরচাপে জমিনকে বিদীর্ণ করতে পারবে না। আর পাহাড়ের সমান উঁচুও হতে পারবে না।”
এছাড়া সূরা কাসাস (৫৮)-এ ধ্বংসের উদাহরণ দিয়ে বলা হয়েছে: “এমন কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, সেখানকার লোকেরা ধন-সম্পদের অহংকার করত। শেষ পর্যন্ত আমিই (এসবের) মালিক রয়েছি।”
হাদিসে রাসুলুল্লাহ (সা.)বলেছেন: “যার অন্তরে সুঁই পরিমাণ অহংকার রয়েছে, সে বেহেশতে প্রবেশ করতে পারবে না।” অন্য একটি হাদিসে বলা হয়েছে, “অহংকারী ও অহংকারের মিথ্যা ভানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না।”
পবিত্র কোরআন ও হাদিসে অহংকারকে ধ্বংসাত্মক গুনাহ হিসেবে চিহ্নিত করেছে। তাই প্রত্যেক মুসলমানের জন্য অহংকার ত্যাগ করে বিনয় ও নম্রতার পথে চলা অপরিহার্য।