Nabadhara
ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী

ওমর ফারুক, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে-পতিসর বাংলাদেশের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী, মোড়ক উন্মোচন, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঐতিহাসিক গান্ধি আশ্রমে আনন্দ র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযথ মর্যাদার সাথে রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক ড. মো. মতিউর রহমানের শতাধিক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকীর স্মারক ব্যাগ বিতরণ এবং বিভিন্ন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রফেসর ড. মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. মো. হারুন অর রশীদ।

তিনি তার বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ও দর্শন বাঙালির অমূল্য সম্পদ। রবীন্দ্রচর্চা ও গবেষণার মাধ্যমে নতুন প্রজন্মকে সত্য, সুন্দর ও মানবিকতার দীক্ষায় উজ্জীবিত করতে হবে। তরুণদের মাঝে রবীন্দ্র সাহিত্য ও সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দেয়ার এই উদ্যোগ প্রশংসনীয়।

সংবর্ধনাপ্রাপ্ত ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন, জাতীয় দৈনিক ভোরের কাগজের আত্রাই উপজেলা প্রতিনিধি ও আত্রাই থানা প্রেসক্লাবের সদস্য মো. আব্দুল মজিদ মল্লিক, গবেষক হাসমত আলী, নাট্যশিল্পী শবনব মোস্তাক রাজু এবং শিক্ষাব্যক্তিত্ব মনিরুজ্জামান মনির।

আত্রাই ও রাণীনগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রবীন্দ্রচর্চা ও শিক্ষাক্ষেত্রে অবদান রাখার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি এলাকার সাংস্কৃতিক ও শিক্ষা পরিমণ্ডলে এক উৎসবমুখর দিন হিসেবে বিবেচিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।