মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়-১ আসনে এমপি পদপ্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিরের দিকনির্দেশনায় একযোগে সদস্য সংগ্রহ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলার ৩টি উপজেলার ২৩টি ইউনিয়ন ও ২০৭টি ওয়ার্ডে একযোগে এই কর্মসূচি পালিত হয়।
আয়োজকরা জানান, এ ধরনের সমন্বিত ও ব্যতিক্রমধর্মী কর্মসূচি পঞ্চগড়ে এর আগে কেউ হাতে নেয়নি। কর্মসূচিকে সফল করতে বিএনপির পক্ষ থেকে ১৮টি টিম গঠন করা হয়, যার নেতৃত্বে ছিলেন জেলা ও কেন্দ্রীয় বিএনপির শীর্ষ নেতারা।
এর আগে বৃহস্পতিবার সদর উপজেলার ১০টি ইউনিয়নে একইভাবে সদস্য সংগ্রহ ফরম নবায়ন ও কর্মীসভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবুর নেতৃত্বে।
শুক্রবারের কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের সাবেক একান্ত সচিব এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এ্যাডভোকেট রিনা পারভিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান (বাবু), বিএনপির সদস্য আখতারুজ্জামান শাহাজাহান, শাহাজাহান খান, জেলা মহিলা দলের আহ্বায়িকা লায়লা আনজুমান্দ বানু মুক্তি প্রমুখ।
এমন একযোগে সদস্য সংগ্রহ ও কর্মীসভাকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতারা বলছেন, এই কর্মসূচি পঞ্চগড়-১ আসনে বিএনপিকে নতুনভাবে সংগঠিত ও শক্তিশালী করবে।