Nabadhara
ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনার রূপসার বিল থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তার মোড় সংলগ্ন একটি বিল থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে রূপসা থানা পুলিশ।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, রাত ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তি ফোন করে বিলের মাঝখানে একটি মরদেহ পড়ে থাকার খবর দেন। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, “মরদেহটি আংশিক গলিত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ৫ থেকে ৭ দিন আগের মৃতদেহ। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (ক সার্কেল) মো. সাইফুল ইসলাম। তিনি জানান, “আমাদের ফরেনসিক অভিজ্ঞতায় মনে হচ্ছে মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে পারে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।”

এদিকে হঠাৎ করে বিলের মধ্যে মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারা দ্রুত ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও মৃত ব্যক্তির পরিচয় উদঘাটনের দাবি জানান।

পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় রূপসা থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।