Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিভেদ নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায় বিএনপি’ — আজিজুল বারী হেলাল

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

“বিএনপি কোনো বিভাজনের রাজনীতি করে না। সব ধর্ম, সব বর্ণ, সব মানুষের জন্যই এই দেশ।”— এমন বার্তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনার রূপসায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ কারও একার নয়—এটি সবার। ধর্মীয় উৎসব উদযাপন এবং গণতান্ত্রিক চর্চা পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহাবস্থানের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।

তিনি বলেন, “ধর্ম যেমন ভিন্ন, মতও ভিন্ন হবে। কিন্তু দেশের স্বার্থে আমাদের এক হতে হবে। সহনশীলতা ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না।”

আজিজুল বারী হেলাল বলেন, বাংলাদেশের সংবিধানেই অসাম্প্রদায়িকতার মূল দর্শন রয়েছে। বাস্তবে সেই চেতনায় বিশ্বাস না করলে মুখে বলার কোনো মূল্য নেই।

‘সংখ্যালঘু’ শব্দেরও তিনি বিরোধিতা করেন। বলেন, “এই দেশে আমরা কেউই সংখ্যালঘু নই। আমরা সবাই বাংলাদেশি। নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা আমাদের রাজনৈতিক ও মানবিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, যারা সাম্প্রদায়িক রাজনীতি করেছে, তারা বারবার পরাজিত হয়েছে। সাধারণ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও করবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য ও মন্দির কমিটির সভাপতি রঞ্জু কুমার হালদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব মো. জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আছাফুর রহমান, মোল্লা রিয়াজুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আতাউর রহমান রুনু, শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সভা শেষে তালতলা মন্দির কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।