রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
“বিএনপি কোনো বিভাজনের রাজনীতি করে না। সব ধর্ম, সব বর্ণ, সব মানুষের জন্যই এই দেশ।”— এমন বার্তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনার রূপসায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ কারও একার নয়—এটি সবার। ধর্মীয় উৎসব উদযাপন এবং গণতান্ত্রিক চর্চা পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহাবস্থানের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।
তিনি বলেন, “ধর্ম যেমন ভিন্ন, মতও ভিন্ন হবে। কিন্তু দেশের স্বার্থে আমাদের এক হতে হবে। সহনশীলতা ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না।”
আজিজুল বারী হেলাল বলেন, বাংলাদেশের সংবিধানেই অসাম্প্রদায়িকতার মূল দর্শন রয়েছে। বাস্তবে সেই চেতনায় বিশ্বাস না করলে মুখে বলার কোনো মূল্য নেই।
‘সংখ্যালঘু’ শব্দেরও তিনি বিরোধিতা করেন। বলেন, “এই দেশে আমরা কেউই সংখ্যালঘু নই। আমরা সবাই বাংলাদেশি। নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা আমাদের রাজনৈতিক ও মানবিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, যারা সাম্প্রদায়িক রাজনীতি করেছে, তারা বারবার পরাজিত হয়েছে। সাধারণ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও করবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য ও মন্দির কমিটির সভাপতি রঞ্জু কুমার হালদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব মো. জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আছাফুর রহমান, মোল্লা রিয়াজুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আতাউর রহমান রুনু, শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সভা শেষে তালতলা মন্দির কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।