রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তেরখাদা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং খুলনা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সাহাপাড়া কেন্দ্রীয় মন্দিরসহ একাধিক পূজামণ্ডপে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। দুর্গাপূজার এই আনন্দঘন মুহূর্তে হিন্দু সম্প্রদায়ের ভক্ত, পুরোহিত ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেন পারভেজ মল্লিক। এ সময় পূজামণ্ডপগুলোতে উৎসবের আমেজে ভরপুর এক মিলনমেলা তৈরি হয়। ভক্তদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দদের নগদ অর্থ হাতে তুলে দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পারভেজ মল্লিক বলেন, “ধর্ম ব্যক্তিগত, উৎসব সবার। আমরা এসেছি সমাজে বিভাজনের নয়, বরং ঐক্যের বার্তা পৌঁছে দিতে। বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, আছে এবং থাকবে।” তিনি আরও বলেন, বাংলাদেশের বহু ধর্ম ও সংস্কৃতির সহাবস্থানই আমাদের জাতীয় গৌরব। বিএনপির রাজনীতি অসাম্প্রদায়িক মূল্যবোধের ভিত্তিতেই গড়ে উঠেছে। পরিদর্শনকালে পারভেজ মল্লিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির উল্লেখ করেন।
তিনি বলেন, “এই কর্মসূচির মূল উদ্দেশ্য দেশের শান্তি ফিরিয়ে আনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার নিশ্চিত করা। আমরা চাই মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে একটি কল্যাণমুখী বাংলাদেশ গঠন করতে।” দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রশাসন, মন্দির কমিটি এবং স্থানীয় বাসিন্দাদের প্রশংসা করে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। এই সফরে পারভেজ মল্লিকের সঙ্গে ছিলেন তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন, দেলোয়ার হোসেন দিলু, রবিউল ইসলাম লাখু, শেখ লালিম, গোলজার আলম, সরদার জিয়াউর রহমান, আরিফ শেখ, আব্দুল আজিজ, মোল্লা বাহার, বনি আমিন, আসাবুর রহমান, এনামুল হক, শাহেদ, নাজমুল শেখ, জুয়েল রানা সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পারভেজ মল্লিকের এই সফর রাজনৈতিক সৌজন্যের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। সবার মিলেমিশে থাকার বার্তাই ছিল তার এই সফরের মূল প্রেরণা।