Nabadhara
ঢাকাশনিবার , ৭ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ২১ কেন্দ্রে একযোগে গণ টিকাদান কর্মসুচি

Bayzid Saad
আগস্ট ৭, ২০২১ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
চিতলমারীতে ৭ টি কেন্দ্রের ২১ টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে টিকাদান কর্মসুচি।

শনিবার সকালে উপজেলার প্রতিটি ইউনিয়নে করোনা টিকা প্রদান করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই টিকা প্রদান কার্যক্রম চলবে। ২৫ বছর বয়সি যে কেউ জাতীয় পরিচয় পত্র নিয়ে আসলে টিকা গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মামুন হাসান।

এদিকে সকাল থেকে বৃষ্টি উপক্ষো করে নানা বয়সী মানুষ টিকা নিতে আসছেন।এই কার্যক্রমে খুশি গ্রামের টিকা গ্রহিতা মানুষেরা।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিটন আলী নবধারা কে বলেন, প্রতিটি ইউনিয়নের সুবিধাজনক স্থানে আমরা টিকা প্রদানের ব্যবস্থা করেছি। টিকা দান কার্যক্রম পরিচালনার জন্য গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবকের সদস্যরা দায়িত্ব পালন করছে।জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও টিকা কেন্দ্র পরিদর্শন করছেন।

উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মামুন হাসান বলেন, উপজেলার ৭টি ইউনিয়নের ৭টি কেন্দ্রের ২১টি ভুতে টিকা কার্যক্রম শুরু হয়েছে।আমরা প্রতিটি কেন্দ্রে ৬শ ভ্যাকসিন প্রদান করবো।

তিনি আরো বলেন , ইউনিয়ন পর্যায়ে একদিনের কার্যক্রম পরীক্ষামুলক পরিচালনা করা হচ্ছে।এটি বাস্তবায়নের মাধ্যমে টিকা প্রদানের প্রতিবন্ধকতা আমরা চিহ্নিত করতে পারব।আগামী ১৪ আগস্ট থেকে পুনরায় একাধারে ওয়ার্ড পর্যয়ে টিকা দান কার্য়ক্রম শুরু হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।