Nabadhara
ঢাকাশনিবার , ৭ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ৭৮ টি কেন্দ্রে ১ লাখ ২০ হাজার মানুষকে দেয়া হবে করোনা টিকা

Bayzid Saad
আগস্ট ৭, ২০২১ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে আজ শনিবার সকাল ৯টা থেকে ৭৮টি কেন্দ্রে এক যোগে শুরু হয়েছে করোনা টিকাদান কার্মসূচী।

সিভিল সার্জন অফিস জানিয়েছে, জেলার ৫ উপজেলার ৬৭টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ৭৮টি কেন্দ্রে ১ লাখ ২০ হাজার মানুষকে ২৫ উর্দ্ধ মানুষকে করোনা টিকা দেয়া হচ্ছে। আগামী ১২ আগষ্ট পযর্ন্ত চলবে এ টিকাদান কর্মসূচী।

সকাল থেকেই টিকা নেয়ার জন্য কেন্দ্রগুলো ভীড় করে সাধারণ মানুষ। তবে পুরুষদের থেকেও নারীদের উপস্থিত ছিলো চোখে পড়ার মত।

টিকাদান সফল করতে টিকাদানকারী, স্বেচ্ছাসেবক ও অন্যান্যদের প্রশিক্ষন দেয়া হয়েছে। ব্যাপক প্রচারনার জন্য মাইকিং করা ছাড়াও মসজিদে মসজিদে শুক্রবার জানিয়ে দেয়া হয়েছে।

সদর উপজেলার করপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, বৌলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস বলেন, সাধারন মানুষের টিকা আওতায় আনার জন্য মাইকিং করা হচ্ছে। সকাল থেকেই সাধারন মানুষ টিকা কেন্দ্রে হাজির হচ্ছে। কেউ যাতে টিকাবিহীন না থাকে তার জন্য কাজ করা হচ্ছে।

সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ নবধারা কে জানান, জেলার ২৫ বছরের উর্দ্ধের সকলকে টিকার আওতায় আনার জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে। কেন্দ্রগুলোতে স্বাস্থ্যসেবীরা টিকাদান করছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।