Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে দুই মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত-১, আহত-২

Bayzid Saad
আগস্ট ১০, ২০২১ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে দুই মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মিঠুন বালা (২৬) নিহত হয়েছে এবং পরিতোষ মন্ডল (২৫) ও আইয়ুব মোল্লা (২৩)নামে দুইজন আহত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কোদালিয়া ইউনিয়নের পদ্মডাঙ্গা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মিঠুন বালা উপজেলার দত্তডাঙ্গা গ্রামের স্কুল শিক্ষক নির্মল বালার ছেলে। আহত পরিতোষ মন্ডল চাউলটুরী গ্রামের বিবেশ্বর মন্ডলের ছেলে এবং আয়ুব মোল্লা একই এলাকার হুমাউল মোল্লার ছেল। মিঠুন বালাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেণ। এবং আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ(ওসি) সোমেন দাশ নবধারা কে জানান, উপজেলার কোদালিয়া ইউনিয়নের পদ্মডাঙ্গা এলাকায় দুইটি মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মিঠুন বালা নামে একজন মটর সাইকেল আরোহী নিহত হয়েছে এবং পরিতোষ মন্ডল ও আইয়ুব আলী মোল্লা নামে দুইজন আহত হয়েছে। স্থানীয়রা  উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। নিজতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।