রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার কয়রায় নৌবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৬নং কয়রা গ্রামে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে মাংসগুলো উদ্ধার করা হয়।
আটক সেলিম হাওলাদার ওই গ্রামের মৃত এইচ এম শওকত হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও কয়রা থানা পুলিশের একটি দল যৌথ অভিযান চালায়। এ সময় সেলিম হাওলাদারের বাড়ির ফ্রিজ থেকে ৪৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
কয়রা থানার উপপরিদর্শক (এসআই) তারিক মাহমুদ বলেন,“নৌবাহিনী ও কয়রা থানা পুলিশের যৌথ অভিযানে সেলিম হাওলাদারের বাড়ি থেকে ৪৪ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।”
পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার করা মাংস বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
হরিণ শিকার ও হরিণের মাংস সংরক্ষণ বাংলাদেশে আইনত দণ্ডনীয় অপরাধ।