Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় নৌবাহিনী–পুলিশের যৌথ অভিযানে হরিণের মাংসসহ এক ব্যক্তি আটক

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার কয়রায় নৌবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৬নং কয়রা গ্রামে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে মাংসগুলো উদ্ধার করা হয়।

আটক সেলিম হাওলাদার ওই গ্রামের মৃত এইচ এম শওকত হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও কয়রা থানা পুলিশের একটি দল যৌথ অভিযান চালায়। এ সময় সেলিম হাওলাদারের বাড়ির ফ্রিজ থেকে ৪৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

কয়রা থানার উপপরিদর্শক (এসআই) তারিক মাহমুদ বলেন,“নৌবাহিনী ও কয়রা থানা পুলিশের যৌথ অভিযানে সেলিম হাওলাদারের বাড়ি থেকে ৪৪ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।”

পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার করা মাংস বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

হরিণ শিকার ও হরিণের মাংস সংরক্ষণ বাংলাদেশে আইনত দণ্ডনীয় অপরাধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।