Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে জামিনে মুক্ত আসামিদের বাড়ি ফেরা ঠেকাচ্ছে হুমকি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি


ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাটি সাভার গ্রামে সংঘর্ষজনিত খুনের মামলায় নারী-পুরুষসহ ২৩ জন আসামি আদালত থেকে জামিন পেলেও বাদীপক্ষের হুমকির কারণে তারা নিজ বাড়িতে ফিরতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ঝালুয়া বাজারে ভুক্তভোগীদের পরিবারের আয়োজনে এক সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ভুক্তভোগীরা এ অভিযোগ করেন।

তারা জানান, গত ১২ সেপ্টেম্বর বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আক্তার হোসেন গুরুতর আহত হন এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মামলায় জাহাঙ্গীপুর গ্রামের মিজানুর রহমানের অন্তঃসত্ত্বা স্ত্রী মুক্তা এবং ঝালুয়া গ্রামের মোস্তুফা কামালের স্ত্রী দিপালী আক্তারসহ ২৩ জনকে আসামি করা হয়, যদিও তারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত নন বলে দাবি আসামিপক্ষের। ভুক্তভোগীদের ভাষ্য, অভিযুক্তদের অনেকেই মামলার ঘটনায় উপস্থিত ছিলেন না, এমনকি কারও কারও কোনো পারিবারিক বা সামাজিক সংযোগও নেই বাদীপক্ষের সঙ্গে।

তারা আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর বাদীপক্ষের লোকজন আসামিদের ১১টি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর করে এবং প্রায় দেড় কোটি টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। বর্তমানে জামিনে মুক্ত হলেও ভয়ভীতি ও হুমকির কারণে তারা বাড়িতে ফিরতে পারছেন না।

ভুক্তভোগীরা প্রশাসনের প্রতি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত আমাদের জামিন দিয়েছেন। এরপরও আমরা নিজের ঘরে উঠতে পারছি না, পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তারা অবিলম্বে নিরাপত্তা নিশ্চিত করা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।