Nabadhara
ঢাকাবুধবার , ১১ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে দু’টি সড়কের বেহাল দশা

Bayzid Saad
আগস্ট ১১, ২০২১ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারী থেকে শৈলদাহ ও বড়বাড়িয়া বাজার থেকে মধ্যপাড়া মিয়া বাড়ি কবরস্থান পর্যন্ত সড়কের অনেক স্থানে গর্তের তৈরি হওয়ায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। দ্রুত সড়ক দু’টি মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসি।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, উপজেলা সদর বাজার থেকে শৈলদাহ, পিরোজপুর, নাজিরপুরসহ আশপাশের এলাকায় যাতায়াতের জন্য একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটি বর্ষায় খানা-খন্দের সৃষ্টি হয়েছে। এতে সড়কে যাতায়েতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে লোকজনকে। প্রতিদিন অনেক ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এ অবস্থায় সড়কটি দ্রুত মেরামত করা না হলে চলাচলে অনুপযোগী হয়ে পড়বে।
এদিকে বড়বাড়িয়া বাজার থেকে মিয়া বাড়ি কবর স্থানের পাশের এ সড়ক দিয়ে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সহ বড়বাড়িয়া বাজারে ব্যাবসায়ী এবং সাধারণ মানুষের যাতায়াত রয়েছে। পাশাপাশি এলাকার সবজি চাষিরা তাদের উৎপাদিত সবজি ও কৃষিপণ্য নিয়ে এখান থেকে বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন। এ পরিস্থিতিতে সড়ক দিয়ে মালামাল আনা-নেওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

দ্রুত সড়ক দু’টি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।