Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের এনটিভির স্টাফ রিপোর্টার মাহবুব হোসেন সারমাত আর নেই

রাকিব চৌধুরী, নবধারা
অক্টোবর ১০, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

রাকিব চৌধুরী, নবধারা

এনটিভির গোপালগঞ্জ স্টাফ করেসপন্ডেন্ট মাহবুব হোসেন সারমাত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে মাহবুব হোসেন সারমাত স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গোপালগঞ্জের সাংবাদিক সমাজ, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোক নেমে এসেছে।

জানা গেছে, গত বুধবার (৮ অক্টোবর) তাঁর বুকে থাকা একটি সিস্টের অপারেশন করা হয়েছিল। ওইদিনই নিজের ফেসবুক ওয়ালে তিনি লিখেছিলেন,“বুকের সিস্টের অপারেশন করা হলো। আমার জন্য দোয়া করবেন।”

 

কিন্তু অপারেশনের দুই দিন পরই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি না ফেরার দেশে চলে যান।

মাহবুব হোসেন সারমাতের আকস্মিক মৃত্যুতে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজ গভীর শোক প্রকাশ করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।