Nabadhara
ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রুপসায় তরুণদের ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্বেচ্ছাসেবক দলের

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মীসভায় দলের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও তারুণ্যের জাগরণের প্রত্যয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খান জুলফিকার আলী জুলু।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক রাজ।

কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু। তিনি বলেন, “তারুণ্যের শক্তিই পরিবর্তনের মূল চালিকা শক্তি। তরুণ প্রজন্মকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের আন্দোলনে অংশ নিতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহাজাহান হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মঈনুদ্দিন নয়ন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম ও এনামুল হক সজল, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুল রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোসারেফ শিকদার এবং সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব।

এ ছাড়া অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দল নেতা মো. হাবিবুর রহমান বেলাল, ইন্ডিয়ান বিএনপি নেতা শরিফুল ইসলাম বকুল, শাহাবুদ্দিন ইজারাদার, আবুল কাসেম, মো. লিটন মোল্লা, বনি আমিন সোহাগ, মো. রেজাউল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজিজুল বারী হেলালের পক্ষে “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” এই শ্লোগান নিয়ে লিফলেট বিতরণ করা হয়।
নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, তরুণ প্রজন্মের অংশগ্রহণেই আগামী দিনের রাজনৈতিক পরিবর্তন সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।