Nabadhara
ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোসল করতে নেমে পনিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)
অক্টোবর ১১, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে শনিবার (১১ অক্টোবর) দুপুরে গোসল করতে গিয়ে একই সঙ্গে তিন কন্যা শিশুর করুণ মৃত্যু ঘটে। স্থানীয় খালের পানিতে ডুবে শিশুগুলোর মৃত্যু সংবাদে পুরো এলাকা শোকের ছায়ায় ছেয়ে গেছে।

নিহত শিশুরা হলেন- চাপাতলা গ্রামের আনারুলের মেয়ে তারিন (৯), সাজ্জাদের মেয়ে সিনথিয়া (৮) এবং মোঃ তরীকুলের মেয়ে তানহা (৯)।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে গোসল করতে তিন শিশু বাড়ি থেকে বের হয়। দুপুর ২টার দিকে তারা বাড়ির পাশে অবস্থিত খালে গোসল করতে নামে। ওই সময়ে খালে তীব্র স্রোত ও গভীরতা ছিল অনেক বেশি। একপর্যায়ে তারা একে একে পানিতে ডুবে যায়। পাশের পাট ধোয়ার কাজে ব্যস্ত থাকা কয়েকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত খালে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে তিন শিশুকে উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: আসাদুর রহমান তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, শিশুরা সাঁতার জানলেও খালের তীব্র স্রোত এবং গভীরতার কারণে তারা পানিতে তলিয়ে যায় এবং রক্ষা পাওয়া সম্ভব হয়নি।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, খালের পানির গভীরতা বেশি থাকায় শিশুরা সেখান থেকে উঠতে পারেনি। মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।