Nabadhara
ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে জুলাইযোদ্ধাকে বাসে মারধরের ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলন শুরু

ময়মনসিংহ প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে শীর্ষ প্রহরী ও জুলাইযোদ্ধা আবু রায়হানকে ইউনাইটেড পরিবহনের একটি বাসে মারধর করে নামিয়ে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শনিবার (১১ অক্টোবর) থেকে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা নগরীর বাসকান্দা ইউনাইটেড বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। শুক্রবার রাত থেকেই তারা বাসস্ট্যান্ডের সামনে অবস্থান নিতে শুরু করেন।

অবস্থান কর্মসূচির মূল অভিযোগ হচ্ছে স্থানীয় বাস পরিবহন সংস্থা এবং মালিকদের পক্ষ থেকে বৈষম্য ও শারীরিক নির্যাতন। আন্দোলন পরিচালনাকারী নেতারা জানান, তাদের নেতাকে ফ্যাসিস্ট সরকারের সহযোগী ও পরিবহন মাফিয়ার শোষণ থেকে অবিলম্বে সুরক্ষা দিতে হবে। পাশাপাশি তারা দাবি করেন, জুলাই অভ্যুত্থানের সময় ময়মনসিংহে শহিদ সাগরের হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি আমিনুল হক শামীমকে গ্রেপ্তার করা অপরিহার্য।

শুক্রবার রাতের পর থেকে নগরবাসী ও আন্দোলনকারীরা বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থান নিয়েছেন। শনিবার দুপুর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ঢাকাগামী সকল যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। যদিও এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়েছে, আন্দোলনকারীরা জানাচ্ছেন এটি অন্যায় ও দুর্নীতিবিরোধী কর্মসূচির অংশ।

বৈষম্যবিরোধী নেতারা আরও বলেন, ইউনাইটেড পরিবহনের মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন বেগবান হবে। তারা মনে করেন, শুধুমাত্র অভিযুক্তকে গ্রেপ্তার করাই যথেষ্ট নয়, বরং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

অবস্থান কর্মসূচির সময় নেতারা শহরের বিভিন্ন স্থান থেকে সমর্থকদের সমাবেশে অংশগ্রহণ করছেন। প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীরা সাধারণ মানুষ ও শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা এবং দায়িত্বহীন মালিকপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।